নয়া জামানা
নয়া জামানা ডেস্ক
দিল্লির লালকেল্লা প্রাঙ্গণেই জৈন সমাজের ধর্মীয় অনুষ্ঠানে ঘটেছিল নজিরবিহীন চুরি। এক নয়, আসলে তিনটি সোনার কলসি চুরি হয়েছিল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হাপুড় থেকে ভূষণ বর্মা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি কলসি উদ্ধার করা হলেও আরও দু’টি কলসি উদ্ধারের জন্য পুলিশি অভিযান জারি রয়েছে।
ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর। লালকেল্লার ১৫ আগস্ট পার্কে জৈন সমাজের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ঠিক সেই ভিড়ের মধ্যেই অমূল্য কলসটি হঠাৎ উধাও হয়ে যায়। অভিযোগকারি সুধীর জৈন জানিয়েছেন, প্রতিদিনের মতো তিনি ওই দিনও কলসটি আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নিয়ে এসেছিলেন। ৭৬০ গ্রাম সোনায় তৈরি এই কলসে জড়ানো ছিল প্রায় ১৫০ গ্রাম হীরা, রুবি ও পান্নার মতো দুষ্প্রাপ্য রত্ন। আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত জৈন সন্ন্যাসীর বেশ ধরে অনুষ্ঠানে হাজির হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়,সে সক্রিয়ভাবে অনুষ্ঠান মঞ্চে ঘোরাফেরা করছে। সুযোগ বুঝে কলসটি কাপড়ে জড়িয়ে রান্নাঘরের দিকে চলে যায় এবং পরে একটি দোকানের ব্যাগে ভরে ভিড়ের সুযোগ নিয়ে সরে পড়ে।
অভিযুক্তের পরিচয় উদ্ঘাটনে পুলিশ ফেস রিকগনিশন প্রযুক্তির সাহায্য নিয়েছিল। শেষমেশ হাপুড় থেকে ভূষণ বর্মাকে পাকড়াও করা সম্ভব হয়। তবে এখনও দু’জন চোর পলাতক রয়েছে। পুলিশের একাধিক দল তাদের খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিজাত ও বহুলোকসমাগমের অনুষ্ঠানেও এমন দুঃসাহসিক চুরির ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যেই সতর্কতা জোরদার করেছে।