নয়া জামানা
নয়া জামানা ডেস্ক
এক সময় কোটি কোটি মানুষের আশা-ভরসার নাম ছিল সাহারা। ছোট গ্রাম থেকে শহর- বিনিয়োগকারীরা বিশ্বাস করতেন, তাঁদের টাকা সুরক্ষিত হাতে রয়েছে। কিন্তু আজ সেই সাম্রাজ্য ভেঙে পড়েছে,আর অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের পরিবার।

সুব্রত রায়ের মৃত্যুর পর, স্ত্রী স্বপ্না রায় ও পুত্র সুশান্ত রায়-এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিস্ফোরক অভিযোগ।তাঁদের নামে ওঠেছে ১.৭৪ লক্ষ কোটি টাকার জালিয়াতির মামলা।ইডি-র দাবি, উচ্চ রিটার্নের স্বপ্ন দেখিয়ে সাহারা গ্রুপ কোটি কোটি বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ তুলেছিল কিন্তু ফেরত দেওয়ার সময় সব ভেঙে পড়ে।তদন্তে জানা গেছে, মধ্যপ্রদেশের বিশাল জমি কম দামে বিক্রি করে কোটি কোটি টাকা অন্যত্র সরানো হয়েছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে ৭০৭ একর সম্পত্তি, দায়ের হয়েছে ৫০০-রও বেশি এফআইআর।যদিও সাহারা গ্রুপ দাবি করছে, বিনিয়োগকারীদের ৯৫ শতাংশ অর্থ ফেরত দেওয়া হয়েছে কিন্তু সেবির রিপোর্ট বলছে,বাস্তবে ফেরত হয়েছে মাত্র ১৩৮ কোটি টাকা।সাহারার পতন মানে শুধু এক সাম্রাজ্যের পতন নয়,অগণিত সাধারণ মানুষের ভরসার মৃত্যু।