• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মালদহের আকাশে দেব-ঝড়, ‘রঘু ডাকাত’ প্রমোশনে বাঁধভাঙা উচ্ছ্বাস

মালদহের আকাশে দেব-ঝড়, ‘রঘু ডাকাত’ প্রমোশনে বাঁধভাঙা উচ্ছ্বাস

মালদহে রঘু ডাকাত! তবে ভয় পাওয়ার কিছু নেই, বাস্তবের ডাকাত নয়, বাংলা ছবির নতুন সেনসেশন ‘রঘু ডাকাত’এর প্রমোশনই এবার মাতাল মালদহ শহর।শনিবার ইংরেজবাজার শহরের বৃন্দাবনী ময়দানের মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই প্রমোশন।বাংলা ছবির সুপারস্টার তথা তৃণমূল কংগ্রেস....

মালদহের আকাশে দেব-ঝড়, ‘রঘু ডাকাত’ প্রমোশনে বাঁধভাঙা উচ্ছ্বাস

মালদহে রঘু ডাকাত! তবে ভয় পাওয়ার কিছু নেই, বাস্তবের ডাকাত নয়, বাংলা ছবির নতুন সেনসেশন ‘রঘু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা,মালদহ

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা,মালদহ

মালদহে রঘু ডাকাত! তবে ভয় পাওয়ার কিছু নেই, বাস্তবের ডাকাত নয়, বাংলা ছবির নতুন সেনসেশন ‘রঘু ডাকাত’এর প্রমোশনই এবার মাতাল মালদহ শহর।শনিবার ইংরেজবাজার শহরের বৃন্দাবনী ময়দানের মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই প্রমোশন।
বাংলা ছবির সুপারস্টার তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব তার পুরো টিম নিয়ে হাজির হন মঞ্চে। সঙ্গে ছিলেন ছবির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা—অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল।তাদের একঝলক দেখতেই উপচে পড়ল ভিড়। ভক্তদের উচ্ছ্বাসে গোটা ময়দান তখন যেন উৎসবের রূপ নিল।
প্রমোশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদহ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস এবং জেলার একাধিক জনপ্রতিনিধি। মঞ্চ থেকে দেব দর্শকদের উদ্দেশে জানালেন, আগে খাদান সিনেমার প্রচারে মালদহে এসেছিলাম। তখন এখানকার মানুষ আমাকে অপরিসীম ভালোবাসা দিয়েছিলেন। আশা করি, রঘু ডাকাতের ক্ষেত্রেও মালদহের মানুষ সেই ভালোবাসা ও আশীর্বাদ দেবে।


প্রচারের শেষে দেব ও তার টিম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরও জানান, এই জেলার উষ্ণতা ও ভালোবাসায় তারা মুগ্ধ। দর্শকদের ভালোবাসায় আপ্লুত দেব বলেন,মালদহের মাটি ও মানুষ আমার কাছে খুব কাছের। এখানে আসতে সবসময় ভীষণ আনন্দ হয়।
আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই জমকালো প্রমোশন শেষে দেব ও তার টিম মঞ্চ ত্যাগ করলে, দর্শকরা রঘু ডাকাতের মুক্তির অপেক্ষায় আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মালদহের আকাশে তখন যেন প্রতিধ্বনিত হচ্ছিল দেব, দেব, দেব!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর