নয়া জামানা
নয়া জামানা ডেস্ক
চিনের হুনান প্রদেশে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। চাংশার এক তরুণী হঠাৎই জানতে পারেন, তাঁর প্রিয় বন্ধু শি দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁর স্বামীর শয্যাসঙ্গী! প্রায় বারো বছরের বন্ধুত্ব, অথচ এত বড় গোপন সম্পর্ক আড়ালে রেখেছিল সেই বন্ধু। সত্য সামনে আসতেই মানসিক আঘাত পান তরুণী। তবে কান্না বা রাগে ভেঙে না পড়ে ব্যঙ্গের পথে হাঁটলেন তিনি।তরুণী সিদ্ধান্ত নেন, প্রিয় বন্ধুকে প্রকাশ্যে ‘ধন্যবাদ’ জানাবেন। এরপরই শহরে টাঙিয়ে দেন ব্যঙ্গাত্মক ব্যানার। বন্ধুরই আবাসনের বাইরে সবার সামনে ঝুলতে থাকে সেই ব্যানারগুলি। একটিতে লেখা ছিল— শি বিগত ১২ বছর ধরে আমার প্রিয় বন্ধু এবং গত পাঁচ বছর ধরে আমার স্বামীকে যৌনসেবা দিচ্ছে। তোকে ধন্যবাদ বন্ধু। অন্য ব্যানারে লেখা— শি অফিসের সময় আমার স্বামীর সঙ্গে হোটেলে যেত।

এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পথচারীদের নজর কাড়ে ব্যানারগুলি। পরে অবশ্য সেগুলি সরিয়ে ফেলা হয়।
ঘটনাটি ভাইরাল হয়ে যায় চীনা সমাজমাধ্যমে।অনেকে তরুণীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন, আবার অনেকে তাঁকে স্বামী ও বন্ধুকে সম্পূর্ণ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তবে সমালোচনার সুরও শোনা গেছে— এমন প্রকাশ্যে ব্যঙ্গ কি সত্যিই সমাধান আনবে, নাকি আরও অশান্তি বাড়াবে ?
যা-ই হোক,পাঁচ বছরের গোপন সম্পর্ক ফাঁস হওয়ার পর ‘ধন্যবাদ’-এর ব্যঙ্গাত্মক বার্তায় এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সেই তরুণী।